কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কবিতা

অসভ্য শহরের নিঃশ্বাস

 সেলিনা জাহান প্রিয়া | ২ মে ২০২১, রবিবার, ১২:৩১ | সাহিত্য 


মেঘহীনা বাতাসে আজব গর্জনে কম্পিত অরণ্য

তৃষ্ণায় বুক ফাটে চাতকের নির্মম আঁখি পিঞ্জর!!

মাকড়সার ফাঁদে মুনিয়া পাখী গুলো করে ধড়ফড়

ঊষ্ণ রাজপথ ডুকরে ডুকরে কাঁদে আর্তনাত!!

চিরঞ্জীব বনস্পতি ছুড়ে ফেলে নিঃশ্বাসের অভিশাপ

অমরত্বের ইতিহাস রচিত হয় শ্রমিকের রক্তকরবী

মধ্যরাতে অনির্বাণ শিখা দহন করে সর্ব কালের চেতনা

স্বাধিকার অধিকার গণতন্ত্র রাজনীতি হলদে রঙ ছড়ায়।।

একটা অদৃশ্য ভয় কুঁজো হাঁটে হাঁটে নর্তকী নাচায়

এই প্রাক্তন শহর ময়ূরাক্ষী চোখে, গোপন খবর ফাঁসে

আগুনে জ্বলেনা দেশলাইয়ে নাই বারুদের কোন ঝড়,

সবাই বিক্রি হয় কেউ অর্থে কেউ শরীরে কেউ ছলনায়।।

একটা অশান্ত সমুদ্র বহু কাল চুপচাপ ঘুমিয়ে স্বপ্ন আঁকে

গাঁড় নীলে ভরা মোড়কের ভিতরে নীলকণ্ঠ নীরবে হাসে,

শুষে নিয়ে সবটুকু স্রোত নিলয়ে অলিন্দের কাম ঘরে,

মৃত্যু ক্ষুধা বিদ্রোহ করে বন্দুকের নালে ক্ষমতায় একাকার।।

কংকাল, স্তব্ধতায় শামুক ঝিনুক বিশুদ্ধের জলে খুঁজে

এই শহরে এতো বড় মিউজিয়ামের শুধু রাজা বাস করে

আকাশে বাতাসে ভাসে-শুধু একটি খবর!

জ্যোৎস্নায় আক্রান্ত রাত, তিস্তার বিস্মৃত স্রোতে দুরস্বপ্ন।।

পৌরাণিক নৈশভোজে মহাভারতের পঞ্চ পান্ডব কাঁদে

নক্ষত্র প্রভা ছুঁয়ে দ্রোপদী আজো লজ্জিত মহাকালে

মহামূল্য হার্মিস পারফিউমের গন্ধে চরিত্র যায় লুকিয়ে

কেউ আর আসে না সত্য ধর্ম যুদ্ধের দলে।।

আমিতো প্রায়ই মিশে যাই ধোঁয়া হয়ে স্বপ্ন ও বাস্তবে,

এখনো কিছুটা শরীর জলে কিছুটা হাওয়ায় ভাসে,

শুধু রাস্তায়, টাওয়ারে, সুউচ্চ ভবনে টাঙ্গানো খবর,

সত্য নাকি খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে এই অসভ্য শহর!।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর