কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পদোন্নতি পেলেন পাকুন্দিয়ার কৃষি কর্মকর্তা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৪ মে ২০২১, মঙ্গলবার, ৫:০১ | কৃষি 


পদোন্নতি পেয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল হাসান আলামিন। উপজেলা কৃষি কর্মকর্তা পদ থেকে পদোন্নতি দিয়ে তাকে অতিরিক্ত উপ-পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

তাঁর নতুন কর্মস্থল দেওয়া হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জের উপ-পরিচালকের কার্যালয়।

সোমবার (৩ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক মো. আসাদুল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশ এর মাধ্যমে তাঁকে এ পদায়ন করা হয়।

কৃষিবিদ মো. সাইফুল হাসান আলামিন ২০১৮ সালের ১৩ নভেম্বর পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

যোগদানের পর থেকে তিনি কৃষি সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যাচ্ছেন। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার এবং কৃষিতে নতুন ধারা সূচনা হয় তাঁর হাত ধরে।

বিদেশী ফলের চাষ, কেঁচো সার উৎপাদন, বিষমুক্ত সবজি ও ফসল উৎপাদনে কৃষকদের সার্বক্ষণিক সহযোগিতার মাধ্যমে কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

এছাড়া শিক্ষিত তরুণদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে কৃষিতে সম্পৃক্ত করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছেন।

এ উপজেলায় দায়িত্ব পালনকালে কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কৃষি কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন।

কৃষিবিদ মো. সাইফুল হাসান আলামিন বলেন, ‘পদোন্নতি পেয়ে খুবই আনন্দিত। এর মাধ্যমে দায়িত্ব আরও বেড়ে গেল। পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।’

২৭তম বিসিএস উত্তীর্ণ এই কর্মকর্তা ২০০৮ সালের ৩০ নভেম্বর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে চাকুরিতে যোগদান করেন। তাঁর নিজ জেলা মুন্সিগঞ্জ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর