মহমারি দুর্যোগ করোনাভাইরাস কোভিড-১৯ চলাকালে কিশোরগঞ্জের করিমগঞ্জে হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য এমরান আলী ভুঁইয়া।
বুধবার (৫ মে) বিকালে কাদিরজঙ্গল ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে তিনি করোনারোধে মাস্ক এবং ঈদ সামগ্রী বিতরণ করেন।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে আটা, চিনি, সেমাই ও সাবান রয়েছে।
ঈদের আগে এসব সামগ্রী পেয়ে করোনাকালে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্ররা অনেকটাই খুশি।
তারা জানান, লকডাউনের কারণে তারা কাজ করতে পারছেন না। এ পর্যন্ত কোনো সরকারি সহায়তাও জুটেনি। এতে তারা বিপাকে পড়েছেন।
এমরান আলী ভুঁইয়া জানান, এ দুর্যোগে ব্যক্তিগত উদ্যোগে তিনি সাধ্য অনুযায়ী হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন।
আগামী দিনেও তিনি সহায়তা করে যাবেন বলে জানিয়েছেন।
এর আগেও তিনি ইসলামপাড়া গ্রামে শতাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে করোনারোধে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।