কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে শিক্ষার্থীদের টিফিনের টাকায় ৫০ পরিবারকে ঈদ উপহার

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ৮ মে ২০২১, শনিবার, ৪:২৫ | সংগঠন সংবাদ 


কিশোরগঞ্জের হোসেনপুরে মানবিক উদ্যোগ হিসেবে শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকায় ৫০টি অসহায় ও দুস্থ পরিবারকে ঈদ উপহার দিয়েছে শিশুদের হাসি ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার (৮ মে) দুপুরে হোসেনপুর মডেল সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এ ঈদ উপহার হস্তান্তরের আয়োজন করে শিশুদের হাসি ফাউন্ডেশন।

মানবিক এ সংগঠনের ঈদ উপহার প্যাকেটে ছিল ১ কেজি চিনি গুড়া আতব চাল, ২ কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি পেঁয়াজ, ২টি সাবান, ১টি করে সেমাই ও দুধের প্যাকেট।

বিতরণ অনুষ্ঠানে হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত বাংলা বিভাগের শিক্ষক এবিএম সিদ্দিক চঞ্চল, হোসেনপুর মডেল সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম জহির রায়হান, ছাত্রলীগের সাবেক সভাপতি আল-আমিন অপু, শিশুদের হাসি ফাউন্ডেশন এর সভাপতি মাহমুদুল হক রিয়াদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তীব্র প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলায় কর্মরত সাংবাদিক ও শিশুদের হাসি ফাউন্ডেশনের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর