কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় চোরের এক মাসের জেল

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১১ মে ২০২১, মঙ্গলবার, ৪:২৬ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শরীফ হাসান জীবন (২৫) নামে এক চোরকে এক মাসের জেল দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১১ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ সাজা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জীবন পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার দক্ষিণ পুমদী গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ মে) সকালে উপজেলার বড় আজলদী গ্রামের জুয়েল মিয়ার বসতবাড়িতে এক চোর ঢুকে চুরি করার চেষ্টা করে।

এসময় টের পেয়ে বাড়ির মালিক জুয়েল মিয়া ওই চোরকে ধরে চিৎকার দেন। পরে আশপাশের লোকজন গিয়ে ওই চোরকে আটক করে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার আল মাসুদসহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন।

পরে ভ্রাম্যমাণ আদালতে চুরি করার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করায় ওই চোরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাড়ির মালিক জুয়েল মিয়া বলেন, গত কয়েক মাসের ব্যবধানে আমার বাড়িতে দুইবার চুরির ঘটনা ঘটে। এসময় আমার একটি অটোরিকশা চুরি হয়।

আজ (মঙ্গলবার) ফের চুরির ঘটনা টের পেয়ে একজনকে ধরে ফেলি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের জেল দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে এক চোরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের তথ্য নিশ্চিত করেছেন বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান। তিনি বলেন, দোষ স্বীকার করায় ওই যুবককে এক মাসের জেল দেওয়া হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর