কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

 স্টাফ রিপোর্টার | ১৭ মে ২০২১, সোমবার, ৭:০৩ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেন (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মে) বিকাল ৫টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঈদের পরদিন শনিবার (১৫ মে) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের কালিয়ারকান্দা-হাজীপুর সড়কে বাইর হাওর এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়েছিল জাকির হোসেন।

নিহত জাকির হোসেন কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের কালিয়ারকান্দা গ্রামের সৌদি প্রবাসী হাসেন উদ্দিনের ছেলে এবং গুরুদয়াল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, ঈদের পরদিন শনিবার (১৫ মে) দুপুরে সোহান নামের এক বন্ধুকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে ঘুরতে বের হয় জাকির।

কালিয়ারকান্দা গ্রামের বাড়ি থেকে হাজীপুর যাওয়ার পথে বাইর হাওর এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কিনারে পড়ে যায়। এ সময় মোটর সাইকেলের নিচে চাপা পড়ে চালকের আসনে থাকা জাকির গুরুতর আহত হয়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানেও অবস্থার অবনতি ঘটলে রোববার (১৬ মে) দুপুরে তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার (১৭ মে) বিকাল ৫টার দিকে হার মানে জাকির। ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

তাঁর মৃত্যুর খবরে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর