কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বর্ষীয়ান রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা মো. জনাব আলীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

 স্টাফ রিপোর্টার | ১৮ মে ২০২১, মঙ্গলবার, ১২:১৭ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, বর্ষীয়ান রাজনীতিক ও কৃতী ফুটবলার বীর মুক্তিযোদ্ধা মো. জনাব আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি এক শোকবার্তায় মরহুম মো. জনাব আলীর রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ জেলা স্মরণী মোড় এলাকার বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা মো. জনাব আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১৮ মে) বাদ জোহর কান্দাইল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর