কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় কৃষকের ঘরে আগুন, দুই ঘর পুড়ে ছাই

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২২ মে ২০২১, শনিবার, ১১:২০ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক কৃষকের ঘরে আগুন লেগে দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২১ মে) দিবাগত রাতে পৌরসভার উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ আলী।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানান, শুক্রবার (২১ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদ আলীর গোয়ালঘরে হঠাৎ আগুন জ্বলতে দেখেন বাড়ির লোকজন। মুহুর্তেই গোয়ালঘর থেকে বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে।

এসময় তাঁদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় আসবাবপত্রসহ কৃষক মোহাম্মদ আলীর দুটি ঘর।

ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আলী জানান, তাঁর গোয়ালঘর ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫-৬লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হলেও কিভাবে আগুন লেগেছে তা তিনি বলতে পারছেন না।

তিনি জানান, অতিরিক্ত গরম থাকায় এসময় গরুগুলো বাইরে রাখা হয়েছিল। ফলে গরুগুলো প্রাণে বেঁচে যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। আগুনের সূত্রপাতের ঘটনাটি এখনো জানা যায়নি।

তবে মশার কয়েল থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর