কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে কুপি বাতির আগুনে প্রাণ গেল বৃদ্ধা সাহেদার

 স্টাফ রিপোর্টার | ২৪ মে ২০২১, সোমবার, ১২:২৪ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে কুপি বাতির আগুনে দগ্ধ হয়ে একদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেছেন সাহেদা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধা। রোববার (২৩ মে) রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

আগেরদিন শনিবার (২২ মে) রাতে ঘরে কুপি বাতি জ্বালাতে গেলে পরনের কাপড়ে আগুন লেগে তিনি দগ্ধ হন।

নিহত সাহেদা খাতুন হোসেনপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ডের নিরাহারগাতী গ্রামের মৃত কেরামত আলীর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (২২ মে) রাতে কুপি বাতি জ্বালাতে গিয়ে সাহেদা খাতুনের পরনের কাপড়ে আগুন লেগে যায়।

তার ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে গিয়ে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

রোববার (২৩ মে) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধা সাহেদা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর