কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে ব্রহ্মপুত্র নদে অবৈধ ঘের উচ্ছেদ

 আফসার হোসেন তূর্জা, ভৈরব | ২৮ মে ২০২১, শুক্রবার, ২:০১ | ভৈরব 


তিনদিকে বাঁশ পুঁতে ডালপালা ফেলে কচুরিপানা আটকে তৈরি করা হয় ঘের। আর এসব ঘেরে নদীর মাছগুলো নিজেদের অভয়ারণ্য মনে করে আশ্রয় নেয়। সেখানে সাধারণ জেলেদের মাছ ধরার কোন অধিকার থাকে না। আইনত এ ধরণের ঘেরও অবৈধ।

এ ধরণের অবৈধ ২৫টি ঘের কিশোরগঞ্জের ভৈরবের ব্রহ্মপুত্র নদ থেকে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ভৈরবের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা’র নেতৃত্বে ভৈরব নৌ-থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক রাসেল মিয়া ও তার সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় এসব অবৈধ ঘের উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ২৫টি ঘের অপসারণ করে ঘেরে থাকা বাঁশগুলো জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা বলেন, ব্রহ্মপুত্র নদে অবৈধ ঘের থাকায় নদীর স্বাভাবিক গতি বাধাগ্রস্থ হওয়াসহ জেলেদের মাছ ধরতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

ব্রহ্মপুত্র নদের যেটুকু সরকারিভাবে ইজারা দেয়া হয়েছে তাতে কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী অবৈধভাবে বাঁশ ও কচুরীপানার মাধ্যমে ঘের তৈরি করে দখল করে রেখেছে। এতে করে নৌযান চলাচলে বিঘ্নিত হচ্ছিল এবং যারা প্রকৃত মৎস্যজীবী তাদেরও মাছ ধরতে সমস্যা হচ্ছিল।

এজন্য ভৈরব নৌ পুলিশ ইউনিটের সহযোগিতায় বৃহস্পতিবার (২৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর