কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর গ্যাং রুখতে পাকুন্দিয়ায় বিট পুলিশিং সভা

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৯ মে ২০২১, শনিবার, ৭:৫৩ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং রুখতে পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাকুন্দিয়া থানা পুলিশের উদ্যোগে উপজেলার সুখিয়া বাজারে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৯ মে) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে সুখিয়া বাজারে এ সভার আয়োজন করে পাকুন্দিয়া থানাধীন সুখিয়া বিট পুলিশ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম হোসেন।

সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হামিদ টিটুর সভাপতিতে সভায় পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পলাশ আহমেদ, উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হুদা, অন্যান্য পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম হোসেন বলেন, মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর গ্যাং সমাজকে অস্থির করে তুলছে। পুলিশের একার পক্ষে এসব নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

সমাজের প্রত্যেক সচেতন মানুষকে এসব অপরাধ নির্মুলে এগিয়ে আসতে হবে। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব।

এসময় তিনি উপস্থিত লোকজনকে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।

সুখিয়া বিটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (এসআই) মো. পলাশ আহমেদ জানান, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও কিশোর গ্যাং রুখতে সচেতনতার বিকল্প নেই। এসব নিয়ন্ত্রণে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

মাননীয় আইজিপি স্যারের নির্দেশে মাননীয় এসপি স্যার ও ওসি স্যারের দিক-নির্দেশনায় পাকুন্দিয়া থানাধীন সুখিয়া ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম চলছে। এর মূল উদ্দেশ্যেই হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।

সভা শেষে উপস্থিত লোকজনের মাঝে থানা পুলিশের পক্ষে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে শতাধিক মাস্ক বিতরণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর