কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১ জুন ২০২১, মঙ্গলবার, ১:৩১ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। থানা এলাকায় বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে জাঙ্গালিয়া ইউনিয়ন বিট পুলিশিং এর এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (৩১ মে) বিকালে উপজেলার তারাকান্দি বাজারে পাকুন্দিয়া থানা পুলিশ এ সমাবেশের আয়োজন করে।

জাঙ্গালিয়া বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ্ কামাল সমাবেশে সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাঙ্গালিয়া ইউপি চেয়ারমান সরকার শামীম আহমেদ ও চরকাওনা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন।

সমাবেশে পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান বলেন, নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা সমাজে বেড়েই চলছে। বাল্যবিবাহ, যৌতুক, জুয়া ও মাদক এসবের জন্য দায়ী।

সমাজের প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির উচিত সাধারণ মানুষকে এসব বিষয়ে সচেতন করা। পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। সবাই মিলে কাজ করলে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব।

যে কোনো জরুরি প্রয়োজনে ৯৯৯ সেবা নিতেও উপস্থিত লোকজনদের উৎসাহিত করেন এ পুলিশ কর্মকর্তা।

সমাবেশ শেষে উপস্থিত লোকজনের মাঝে মাস্ক বিতরণ করেন ওসি মো. সারোয়ার জাহান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর