কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুরে ৩১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

 বাজিতপুর সংবাদদাতা | ৩ জুন ২০২১, বৃহস্পতিবার, ১:৩২ | বাজিতপুর 


জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে শুক্রবার (৪ জুন) থেকে ১৯ জুন পর্যন্ত কিশোরগঞ্জের বাজিতপুরে ৩১ হাজার ২০৮ জন শিশুকে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৩ হাজার ৪৩৪ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২৭ হাজার ৭৭৪ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল।

বৃহস্পতিবার (৩ জুন) সকালে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এসব তথ্য জানানো হয়েছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জালাল উদ্দিন।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. মোরশেদা খাতুন।

এতে অন্যদের মধ্যে বাজিতপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান গুলনাহার, মাসুদ মিয়া, এ.এইচ.আই শামসুল হক জীবন, এম.টি.ইপি.আই পঙ্কজ কান্তি চৌধুরী, এম.আর. রাজীব, বাজিতপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো. মজিবুর রহমান, এসআই নাছির উদ্দিন প্রমুখ অংশ নেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর