কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কোমল পানীয় ভেবে কেরোসিন পান করে শিশুর মৃত্যু

 আফসার হোসেন তূর্জা, ভৈরব | ১০ জুন ২০২১, বৃহস্পতিবার, ১১:২৪ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে অধিক পরিমাণে কেরোসিন পান করে মোকাব্বির নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) বিকালে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের খালপাড় মহল্লায় এ ঘটনাটি ঘটে।

পরে সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে শিশুটির মৃত্যু হয়।

মারা যাওয়া শিশু মোকাব্বির মৌটুপি গ্রামের খালপাড় মহল্লার মুদি দোকানী বাদল মিয়ার ছেলে।

স্বজনেরা জানান, বিকালের দিকে পরিবারের সদস্যদের অজান্তে মোকাব্বির দোকানের একটি নতুন কোল্ড ড্রিংকস এর বোতলে রাখা কেরোসিন অধিক পরিমাণে গিলে ফেলে।

পরে সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখানে নেয়ার পর মোকাব্বির মারা যায়।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদেকপুর ইউনিয়নের চেয়ারম্যান সরকার মো. শেফায়েত উল্লাহ জানান, বিকাল ৩টার দিকে কোল্ড ড্রিংকস (কোমল পানীয়) ভেবে মোকাব্বির অধিক পরিমাণে কেরোসিন খেয়ে ফেলে।

পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সন্ধ্যার দিকে শিশুটি মারা যায়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর