কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে আবারও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী রহমান বাবুর্চি আটক

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ১৫ জুন ২০২১, মঙ্গলবার, ১১:৫০ | অপরাধ 


কিশোরগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে এবার দুই বোতল বিদেশী মদসহ আব্দুর রহমান বাবুর্চি (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

মঙ্গলবার (১৫ জুন) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা এলাকায় অভিযান চালিয়ে বিদেশী মদ ও মাদক বিক্রির নগদ ৫শ’ টাকাসহ তাকে আটক করা হয়।

এর আগে এই মাদক ব্যবসায়ী ৬ বোতল বিদেশী মদসহ র‌্যাবের হাতে আটক হয়েছিল।

আটক হওয়া মাদক ব্যবসায়ী আব্দুর রহমান বাবুর্চি কিশোরগঞ্জ শহরতলীর সতাল নয়ানগর এলাকার মৃত আবু মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম মঙ্গলবার (১৫ জুন) রাত ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা এলাকায় অভিযান চালায়।

অভিযানে দুই বোতল বিদেশী মদ ও মাদক বিক্রির নগদ ৫শ’ টাকাসহ মাদক ব্যবসায়ী আব্দুর রহমান বাবুর্চিকে আটক করা হয়।

এর আগে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সে ৬ বোতল বিদেশী মদসহ র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যদের হাতে আটক হয়েছিল। ওই ঘটনায় তখন তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছিল।

মঙ্গলবার (১৫ জুন) রাতে আটকের পর র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর