কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হিন্দু সম্প্রদায়ের হরিসভার সভাপতি গৌতম চক্রবর্তী তাপস আর নেই। বৃহস্পতিবার (১৭ জুন) ভোর ৫টায় নিজ বাড়ী বাজিতপুরের নান্দিনায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি পরলোক গমন করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার বাবা স্বর্গীয় ইন্দ্র ভূষণ চক্রবর্তী বাজিতপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন।
বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর ১২ টায় তার মরদেহ হরিসভা প্রাঙ্গণে আনার পর ধর্মীয় প্রার্থনা শেষে নিতারকান্দি শ্মশান খলায় দুপুর ২টায় দাহ করা হয়।
তার মৃত্যুতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আফজাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।