কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী ‘চি’ খেলা অনুষ্ঠিত

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২১ জুন ২০২১, সোমবার, ১২:৩৬ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শত শত দর্শকের উপস্থিতিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘চি’ খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুন) বিকালে উপজেলার নারান্দী ইউনিয়নের গাংকুল পাড়া খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

গাংকুলপাড়া যুব সমাজ গ্রামীণ এ ঐতিহ্যবাহী খেলার আয়োজন করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ছাত্রনেতা আসন্ন নারান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মজিবুর রহমান সোহাগ।

নারান্দী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল হাশিমের সভাপতিত্বে সুখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. এরশাদ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

খেলা শেষে অতিথিরা বিজয়ী তিনজনের হাতে পুরস্কার তুলে দেন।

খেলায় আলমগীর নামে এক খেলোয়াড় প্রথম স্থান অর্জন করেন। তাকে পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল দেওয়া হয়।

এছাড়া দ্বিতীয় স্থান অর্জনকারীকে অ্যানড্রয়েড মোবাইল ফোন ও তৃতীয় স্থান অর্জনকারীকে একটি মোবাইল সেট পুরস্কার দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান সোহাগ বলেন, ‘এখনকার ছেলে-মেয়েরা গ্রামীণ এসব খেলাধুলা ভুলে যেতে বসেছে। মোবাইল গেম আসক্তিতে জড়িয়ে পড়ছে তরুণ সমাজ। তাদেরকে সুশৃঙ্খল ও আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলতে গ্রামীণ খেলাধুলার বিকল্প নেই।

তাই আয়োজক কমিটিসহ তরুণ সমাজকে বেশি বেশি করে গ্রামীণ এসব খেলার আয়োজন করার জন্য অনুরোধ করছি।’


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর