কিশোরগঞ্জের করিমগঞ্জে ডোবার পানিতে ডুবে আশামণি (৯) ও আয়শা আক্তার (১০) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামের নইরাভিটা এলাকায় পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর এ ঘটনাটি ঘটে।
মারা যাওয়া দুটি শিশু সম্পর্কে পরস্পরের চাচাতো বোন। তাদের মধ্যে আশামণি আশতকা নইরাভিটার কৃষক কামাল মিয়ার মেয়ে ও আয়শা আক্তার একই পাড়ার আবুল কাশেমের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে এই দুই শিশু তাদের চেয়ে বয়সে ছোট আরো তিন শিশুকে নিয়ে বাড়ির সামনের একটি ডোবাতে গোসল করতে যায়।
গোসল শেষে তিন শিশু বাড়িতে ফিরে এলেও ওই দুই শিশু দীর্ঘক্ষণ পরও ফিরে না আসায় বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন।
দুপুর দুইটার দিকে ওই ডোবায় দুই শিশুকে ভাসতে দেখে স্বজনেরা গিয়ে মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল সাকির নূরু শিকদার ও করিমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
ইউপি চেয়ারম্যান নূরু শিকদার বলেন, ওই দুই শিশু সম্পর্কে চাচাতো বোন। তাদের মৃত্যুতে পরিবার দুটিতে শোকের ছায়া নেমে এসেছে।