কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালত ও মাস্ক বিতরণ

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ২৩ জুন ২০২১, বুধবার, ৯:২৫ | কটিয়াদী 


করোনাভাইরাস কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জনসচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ জুন) উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন কটিয়াদী পৌরসভা ও সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ১২ জনকে মোট ৩ হাজার ৫শ’ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

পাশাপাশি কোভিড-১৯ প্রতিরোধকল্পে জনসচেতনতামূলক প্রচারণা, মাস্ক বিতরণ ও স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়।

এছাড়া জরুরী প্রয়োজন ছাড়া ঘর হতে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর