কিশোরগঞ্জ জেলায় সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নির্দেশে করিমগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আবু রিয়াদ।
বুধবর (২৩ জুন) সন্ধ্যায় এ ভ্রামমাণ আদালত পরিচালনার সময় করিমগঞ্জ সরকারি কলেজ মোড়ে ৯ জন পথচরীকে মোট ৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব) মো. আবু রিয়াদ বিষয়টি নিশ্চিত করে জানান, মাস্ক না পরায় ৯ জনকে মোট ৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে পথচারী ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
করোনা মহামারীতে মাস্ক পরিধান নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি কিশোরগঞ্জ নিউজ কে জানিয়েছেন।