কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে দুই দুগ্ধ খামারীর মাঝে দুটি পিকআপ ভ্যান বিতরণ

 আফসার হোসেন তূর্জা, ভৈরব | ২৪ জুন ২০২১, বৃহস্পতিবার, ৮:২৭ | ভৈরব 


ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি) ফেজ-২ প্রজেক্টের আওতায় কিশোরগঞ্জের ভৈরবে পিও সদস্যদের মধ্যে এগ্রিকালচার ইনোভেশন ফান্ড উপকরণ হিসেবে পিকআপ ভ্যান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিকআপ ভ্যান বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএটিপি ফেজ-২ প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর আহমেদ জিয়াউর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২০-২১ অর্থ বছরে বাস্তবায়িত এগ্রিকালচার ইনোভেশন ফান্ড-৩ নামক উপপ্রকল্পে নির্বাচিত উপজেলার আগানগর ইউনিয়নের দু’জন দুগ্ধ খামারী উৎপাদক সংগঠক ছাগাইয়া গ্রামের মো. পাভেল মিয়া ও নবীপুর গ্রামের শাহীন মিয়া এই দুজনকে দুটি মাহিন্দ্র বিগ বোলেরো পিকআপ ভ্যান বুঝিয়ে দেয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে এই উপকরণের অর্ধেক দাম দিয়ে দুই খামারীকে দেয়া হয়েছে। গাড়িটির মূল্য ১১ লক্ষ ৬২ হাজার টাকা। খামারীরা এ গাড়িটি অর্ধেক মূল্য ৫ লক্ষ ৮১ হাজার টাকায় পেয়েছেন। বাকী টাকা সরকারি সহায়তা হিসেবে পেয়েছে খামারীরা।

এ সময় ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ করোনা মহামারিতে বিভিন্ন প্রকল্পের আওতায় মানুষকে নানা ভাবে সহযোগিতা করে যাচ্ছেন।

মানুষের উপকারের জন্য বিনা স্বার্থে ভর্তূকী দিয়ে বিভিন্ন সহযোগিতা করছেন।

এর মধ্যে আজ আগানগর গ্রামে দু’জন দুগ্ধ খামারীকে অর্ধেক মূল্যে দুটি পিকআপ ভ্যান দেয়া হয়েছে। যারা গরু-মহিষ পালন করে, দুগ্ধ বিক্রি করে, গরুর মাংস বিক্রি করে তাদের পরিবহন ব্যবস্থার জন্য প্রাণি সম্পদ দপ্তরের সহযোগিতায় খামারীদের এ সহযোগিতা দেয়া হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুদান অব্যাহত রয়েছে বলে তিঁনি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর