কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে মাস্ক না পরে বাজারে ঘোরাফেরা করায় ১২ জনকে জরিমানা

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ২৪ জুন ২০২১, বৃহস্পতিবার, ৯:১৩ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে মাস্ক না পরে বাজারে ঘোরাফেরা করায় ১২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ জুন) পৌর সদরের নদীর বাঁধ, থানার মোড় ও স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল এবং সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন।

এ সময় স্বাস্থ্য বিধি অমান্য করে ঘোরাফেরা করায় ১২ জনের নিকট থেকে মোট ৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া কোভিড-১৯ প্রতিরোধকল্পে জনসচেতনতামূলক প্রচারণা, মাস্ক বিতরণ ও স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

জরুরী প্রয়োজন ছাড়া ঘর হতে বের না হওয়ারও পরামর্শ দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল বলেন, প্রতিদিনই আশংকাজনক হারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর