কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় পাঁচ বাস চালকসহ ১৩ জনকে জরিমানা

 পাকুন্দিয়া সংবাদদাতা | ২৬ জুন ২০২১, শনিবার, ৭:১০ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনাভাইরাস কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ অমান্য করার অপরাধে পাঁচজন বাস চালকসহ ১৩ জনকে মোট ৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৬ জুন) দুপুরে উপজেলার পুলেরঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করেন  উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) একেএম লুৎফর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার একেএম  লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে করোনা ভাইরাস সংক্রমণ রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

এর অংশ হিসেবে শনিবার (২৬ জুন) দুপুরে উপজেলার পুলেরঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় বিধিনিষেধ অমান্য করায় মোট ১৩ জনকে মোট ৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় একজনকে ৩০০ টাকা, দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় স্বাস্থ্যবিধি না মানায় ৫ জন বাস চালক কে ৫০০০ টাকা, মাস্ক না পরার অপরাধে ৭ জনকে ১ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

পাকুন্দিয়া থানার আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর