কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ

 স্টাফ রিপোর্টার | ২৮ জুন ২০২১, সোমবার, ১২:৪০ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সালুয়াদী বাজারে ওয়ালটন এক্সক্লুসিভ শো-রুমে হোসেন ইলেকট্রনিকসের এক বছর পূর্তি উপলক্ষে এক মেগা র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুন) বিকালে র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ইমাম হোসেন মোড়ল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর জিয়াউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. এমদাদুর রহমান ভূঁইয়া, দলিল লেখক মো. নজরুল ইসলাম সরকার, প্রভাষক মো. শরীফুল ইসলাম, মো. শাহজাহান প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও ব্যাংকার গোলাপ আমিন।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ক্রেতা-গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

ওয়ালটন পণ্যের ক্রেতা-গ্রাহকের ব্যাপক উপস্থিতিতে উন্মুক্ত এ র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। যেসব গ্রাহক শীতকালীন অফার গ্রহণ করেছিলেন, তারাই শুধু এ র‌্যাফেল ড্রয়ের আওতায় পুরস্কার পেয়েছেন।

মোট ১০০জন ক্রেতা-গ্রাহককে পুরস্কৃত করা হয়েছে।

এর মধ্যে আকর্ষণীয় প্রথম পাঁচটি পুরস্কার পেয়েছেন, বেজুরদিয়া গ্রামের ফয়সাল আফজাল (১ম পুরস্কার- ফ্রিজ), হোসেন্দী ইউনিয়নের কুমারপুর গ্রামের খুশেদা বেগম (২য় পুরস্কার- সেলাই মেশিন), সালুয়াদী গ্রামের রোকসানা (৩য় পুরস্কার- বাই সাইকেল), সালুয়াদী (নাওটানা) গ্রামের মো. ফরিদ মিয়া (৪র্থ পুরস্কার- ড্রেসিং টেবিল) ও বেজুরদিয়া গ্রামের মো. রায়হান (৫ম পুরস্কার- ড্রেসিং টেবিল)।

এছাড়া বাকি ৯৫জন পুরস্কার হিসেবে ডিনার সেট পেয়েছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কারগুলো একেক করে তুলে দেন।

পুরস্কার হাতে পাওয়ার পর বিজয়ীদের অনুভূতি ও উচ্ছ্বাস ছিল অত্যন্ত আকর্ষণীয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর