কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনায় র‌্যাবের অভিযানে ৩শ’ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার | ২৮ জুন ২০২১, সোমবার, ১:৫৫ | অপরাধ 


কিশোরগঞ্জের ইটনায় র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবাসহ রাহুত মিয়া (৪১), হাসেম মিয়া (৪০) ও মো. সেকুল মিয়া (৩০) নামে তিন মাদক ব্যবসায়ী আটক করেছে।

সোমবার (২৮ জুন) ভোরে ইটনা উপজেলার রায়টুটী এলাকায় অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

ইয়াবাসহ আটক হওয়া তিন মাদক ব্যবসায়ীর মধ্যে রাহুত মিয়া ইটনা উপজেলা রায়টুটী ইউনিয়নের রায়টুটী পঁচাশিয়া গ্রামের মৃত সেলিম তালুকদারের ছেলে, হাসেম মিয়া একই ইউনিয়নের রায়টুটী উত্তরপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে, এবং মো. সেকুল মিয়া একই গ্রামের মৃত কদর আলীর ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম সোমবার (২৮ জুন) ভোর ৫টার দিকে ইটনা উপজেলার রায়টুটী এলাকায় অভিযান চালায়।

অভিযানে ৩শ’ পিস ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত তিনটি মোবাইলসহ হাতেনাতে তিন মাদক ব্যবসায়ী রাহুত মিয়া, হাসেম মিয়া ও মো. সেকুল মিয়াকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ইটনা থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর