কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো মাদরাসা ছাত্রী

 স্টাফ রিপোর্টার | ২৮ জুন ২০২১, সোমবার, ৭:২১ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) একেএম লুৎফর রহমানের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে অষ্টম শ্রেণির এক মাদরাসা ছাত্রী (১৩) রক্ষা পেয়েছে। সোমবার (২৮ জুন)) মেয়েটির বিয়ের আয়োজন করা হয়েছিল।

বাল্যবিয়ে আয়োজনের খবর পেয়ে বিকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মধ্যপাড়া গ্রামে মাদরাসা ছাত্রীর বাড়িতে গিয়ে ইউএনও একেএম লুৎফর রহমান বাল্য বিয়েটি বন্ধ করে দেন।

বরপক্ষ বাল্যবিয়ের কনের বাড়িতে এলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়।

এ সময় মাদরাসা ছাত্রীর বাবা-মা ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না মর্মে ভ্রাম্যমাণ আদালতে মুচলেকা দেন।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) একেএম লুৎফর রহমান জানান, মাদরাসা ছাত্রীর পরিবার মেয়েটির বাল্য বিয়ের আয়োজন করেছিল। খবর পেয়ে সেখানে গিয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে বাবা-মা মুচলেকা দিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর