কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় পাঁচ ব্যবসায়ীসহ ১২ জনকে জরিমানা

 স্টাফ রিপোর্টার | ৩০ জুন ২০২১, বুধবার, ৭:৩৯ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সীমিত পরিসরের তিন দিনের লকডাউনের তৃতীয় দিন বুধবার (৩০ জুন) ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বিধিনিষেধ অমান্য করায় পাঁচ ব্যবসায়ীসহ মোট ১২ জনকে মোট ৩ হাজার ৭শ’ টাকা জরিমানা করেছে।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) একেএম লুৎফর রহমান পাকুন্দিয়া পৌর এলাকা এবং উপজেলার মঠখোলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে পাঁচ ব্যবসায়ীকে মোট দুই হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

এছাড়া স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় ৭ জনকে মোট এক হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়।

পাকুন্দিয়া থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার মাধ্যমে পাঁচ ব্যবসায়ীসহ ১২ জনকে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান জানান, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নির্দেশে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর