কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে করোনায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার মৃত্যু

 স্টাফ রিপোর্টার | ৩ জুলাই ২০২১, শনিবার, ৩:৫০ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে শহরের গাইটাল শিক্ষক পল্লী এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. গোলাম মাহবুব বাচ্চু (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (৩ জুলাই) বেলা ১১টা ২৫মিনিটের দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

করোনা শনাক্ত হওয়ার পর গত ২৪ জুন রাতে তাঁকে সেখানে ভর্তি করা হয়েছিল।

মরহুম মো. গোলাম মাহবুব বাচ্চু কর্মজীবনে সিভিল এভিয়েশনের একাউন্ট্যান্ট ছিলেন।

তিনি গাইটাল শিক্ষক পল্লী নিবাসী মরহুম আব্দুল বারীর বড় ছেলে এবং সাংবাদিক আকাশের বড় চাচা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ মাগরিব শহরের গাইটাল শিক্ষক পল্লী কেরানী বাড়ীর মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে গত ১৯ জুন মরহুম মো. গোলাম মাহবুব বাচ্চুর ছোট ভাই ও সাংবাদিক আকাশের পিতা বিএডিসি’র সাবেক কর্মকর্তা হাজী মো. গোলাম মোয়াজ্জেম হোসেন ইন্তেকাল করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর