কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ১৯ জনকে জরিমানা, অসহায়দের খাদ্য সহায়তা

 স্টাফ রিপোর্টার | ৪ জুলাই ২০২১, রবিবার, ৭:০১ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিন রোববার (৪ জুলাই) মাস্ক না পরা, চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া, দোকান খোলা রাখা, রেস্টুরেন্টের ভেতরে বসে খাওয়া এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৯ জনকে মোট ১০ হাজার ৩শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) একেএম লুৎফর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি উপজেলার হোসেন্দী, ভূঁইয়াবাজার, সালুয়াদী, বুরুদিয়া, মান্দারকান্দি, মঠখোলা, আঙ্গিয়াদী, সৈয়দগাঁও এবং পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা ও মাস্ক বিতরণ করা হয়।

পাকুন্দিয়া থানা পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার বিষয়টি নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর