কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


শিকারীর জালে আটকা পড়লো ৮ কেজি ওজনের আইড় মাছ

 স্টাফ রিপোর্টার | ৭ জুলাই ২০২১, বুধবার, ১১:২৪ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে সৌখিন এক মাছ শিকারীর জালে ধরা পড়েছে আট কেজি ওজনের একটি আইড় মাছ। বুধবার (৭ জুলাই) সকালে মির্জাপুর বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদে জাল ফেলে মাছটি ধরেন স্থানীয় মাছ শিকারী গিয়াস উদ্দিন।

পরে মাছটি আট হাজার টাকায় কিনে নেন ব্যবসায়ী ক,ম, শফিকুজ্জামান।

জানা গেছে, গিয়াস উদ্দিন মির্জাপুর এলাকার বাসিন্দা। তিনি একজন সৌখিন মাছ শিকারী। নিজের পরিবারের প্রয়োজনে তিনি মাঝে মধ্যে জাল নিয়ে মাছ শিকারে বের হন।

বুধবার (৭ জুলাই) সকালে তিনি মির্জাপুর বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদে জাল ফেললে জালে আইড় মাছটি আটকা পড়ে।

মাছটি শিকারের পর নদের তীরেই স্থানীয় লোকজন মাছটি দেখতে ভিড় জমান। বড় মাছ হওয়ায় তিনি এটি বিক্রির কথা জানালে নদের তীরেই মাছটির দরদাম শুরু হয়ে যায়।

তখন আট হাজার টাকা দাম দিয়ে মাছটি কিনে নেন ব্যবসায়ী ক,ম, শফিকুজ্জামান।

জালে বড় মাছ ধরা পড়ার পর বাজারে তোলার আগেই সেটি ভালো দামে বিক্রি হয়ে যাওয়ায় মাছ শিকারী গিয়াস উদ্দিন উচ্ছ্বসিত হন।

ভিডিও:


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর