কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় গো-খাদ্য সহায়তা পেলেন ১৫০ খামারি

 পাকুন্দিয়া সংবাদদাতা | ১০ জুলাই ২০২১, শনিবার, ১১:৩৬ | পাকুন্দিয়া  


করোনাকালীন মানবিক সহায়তা হিসেবে ত্রাণ কার্যক্রমের আওতায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৫০ জন খামরিকে গো-খাদ্য দেওয়া হয়েছে। শনিবার (১০ জুলাই) খামারিদের মাঝে এসব গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে এ খাদ্য বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক খামারিকে ১ বস্তা (২৫ কেজি) করে গো-খাদ্য প্রদান করা হয়।

খামারির হাতে গো-খাদ্যের বস্তা তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেযারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) একেএম লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রওশন করিম প্রমুখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর