কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনায় কর্মহীন, অসুস্থ ও অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 স্টাফ রিপোর্টার | ১৪ জুলাই ২০২১, বুধবার, ৬:০৩ | ইটনা  


কিশোরগঞ্জের ইটনায় করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া ইজিবাইক চালক, মুচি ও অসুস্থ ১৩০ পরিবারকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে।

বুধবার (১৪ জুলাই) দুপুরে ইটনা থানা প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ইজিবাইক চালক, কর্মবঞ্চিত মুচি ও কর্মহীন অসুস্থ ১৩০ জনের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইটনা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাফিসা আক্তার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান, বিপিএম।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, সভাপতি (ইউএনও) নাফিসা আক্তার এবং ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম তাদের বক্তব্যে করোনা সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

এছাড়া তারা করোনা সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ মেনে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানান।

ঈদ সামগ্রী হিসেবে ১৩০টি পরিবারের প্রত্যেককে চাল, ডাল, তেল, সেমাই ও চিনি দেওয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর