কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে ৭৪০ পিস ইয়াবাসহ কটিয়াদীর নারী আটক

 স্টাফ রিপোর্টার | ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ৮:২৩ | অপরাধ 


কিশোরগঞ্জের ভৈরবে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে ৭৪০ পিস ইয়াবাসহ মোছা. নিয়াশা মনি (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

বুধবার (১৪ জুলাই) দুপুরে ভৈরবের দূর্জয় মোড় ফুলকলি দোকানের সামনে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

ইয়াবাসহ আটক হওয়া মোছা. নিয়াশা মনি জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ফেকামারা গ্রামের মো. রমিজ উদ্দিনের মেয়ে।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোছা. নিয়াশা মনি একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (১৪ জুলাই) দুপুর ২টা ১০ মিনিটে ভৈরবের দূর্জয় মোড় ফুলকলি দোকানের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানে ৭৪০ পিস ইয়াবাসহ মোছা. নিয়াশা মনিকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর