কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় মিনি ফুটবল ও হাড়িভাঙ্গা খেলা অনুষ্ঠিত

 পাকুন্দিয়া সংবাদদাতা | ২২ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ৭:১০ | পাকুন্দিয়া  


পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে নিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মিনি ফুটবল ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়েছে। ঈদের পরদিন বৃহস্পতিবার (২২ জুলাই) এ আনন্দ আয়োজনকে ঘিরে উল্লাসে মাতেন এলাকাবাসী।
উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে উপজেলার উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীন, জাতীয় পার্টির সাবেক সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, কাউন্সিলর শামীম শাহ, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার ও সাধারণ সম্পাদক তানভীর হায়দার ভূইয়া, সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দীন, আওয়ামী লীগ নেতা আলমাছ উদ্দিন, ব্যাংকার আনোয়ার হোসেন সেতু, মেনু মিয়া ও জহিরুল ইসলাম সবুজ।

খেলায় সভাপতিত্ব করেন মো. শহীদ মিয়া।

নাঈম ও এনামুলের যৌথ সঞ্চালনায় আয়োজক কমিটির পক্ষে বক্তব্য দেন ছাত্রলীগ নেতা জাবের হোসেন, ক্রীড়া সংগঠক জীবন মিয়া, পারভেজ প্রমুখ।

লাল দল বনাম সবুজ দলের মধ্যে উত্তেজনাপূর্ণ মিনি ফুটবল খেলায় লাল দল ২-০ গোলে জয় লাভ করে।

এছাড়া হাড়িভাঙ্গা খেলায় ২৫ জন প্রতিযোগির মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তরীকুল হাসান শাহীন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর