কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


১২০ বছর বয়সে চলে গেলেন সবচেয়ে প্রবীণ ও বয়স্ক মানুষটি

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ২৩ জুলাই ২০২১, শুক্রবার, ১:৪৩ | সম্পাদকের বাছাই  


প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখা সবচেয়ে প্রবীণ ও বয়স্ক মানুষ মো. শামসুদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১২০ বছর বয়সে বৃহস্পতিবার (২২ জুলাই) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শতবর্ষের নানা ইতিহাস-ঐতিহ্যের একমাত্র সাক্ষী মো. শামসুদ্দিন কিশোরগঞ্জের কটিয়াদী জালালপুর ইউনিয়নের ঝাকালিয়া গ্রামের মৃত মো. শফিউল্লাহর ছেলে।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকালে তিনি নিজবাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনী ও চতুর্থ প্রজন্মের বহু স্বজন রেখে গেছেন।

তবে মো. শামসুদ্দিন ৪ ছেলে ও ৫ মেয়ের জনক ছিলেন। তাদের মধ্যে বড় ছেলে ও দুই মেয়ে অনেক দিন পূর্বে ইন্তেকাল করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পেশায় একজন কৃষক হলেও মো. শামসুদ্দিন ছিলেন একজন সচেতন মানুষ। জীবদ্দশায় দেখেছেন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটোই।

তিনি মাঝে মধ্যে এলাকার স্বজন-নবীনদেরকে কাছে ডেকে স্মৃতির পাতা থেকে নানারকম গল্প শোনাতেন। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধে তিনি কি দেখেছেন সেই সব গল্প।

এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ, খরা, দুর্ভিক্ষ, বন্যা, রাজনৈতিক উত্থান পতনসহ নানা রকম গল্প শোনাতেন তিনি।

বৃহস্পতিবার (২২ জুলাই) বাদ এশা মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর