কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন বিএনপি নেতা গোলাম মোস্তফা

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ২৬ জুলাই ২০২১, সোমবার, ২:৪৫ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি কটিয়াদী কলেজের সাবেক ভিপি কামারকোনা আল আকসা জামে মসজিদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মোস্তফা (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে রোববার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০মিনিটে কামারকোনা এলাকার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগেও ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আলহাজ্ব গোলাম মোস্তফা ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘ ৪০ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) রাজনীতির সাথে জড়িত ছিলেন।

সোমবার (২৬ জুলাই) সকাল ১০টায় কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন দাওয়াতুল হক মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে কামারকোনা পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন আকিল, আশফাক আহমেদ জুন, পৌর মেয়র শওকত উসমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান কাকন, সাবেক মেয়র ও উপজেলা বিএনপির আহবায়ক তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, আওয়ামী লীগ নেতা ছিদ্দিকুর রহমান ভূঞা, মঈনুজ্জামান অপু, উপজেলা বিএনপির সদস্য সচিব আরিফুর রহমান কাঞ্চন, বণিক সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম শোক প্রকাশ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর