কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় লকডাউনে বিয়ের আয়োজন, কনের পিতাকে জরিমানা

 স্টাফ রিপোর্টার | ২৬ জুলাই ২০২১, সোমবার, ১০:২৪ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরকারঘোষিত ১৪দিনের কঠোর বিধিনিষেধের মধ্যে জনসমাগম ঘটিয়ে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কনের পিতা আমিনুল ইসলাম কাইয়ুমকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামে বিয়ের আয়োজন চলার সময় উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান সেখানে গিয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি অমান্য করে ও সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে সেখানে জনসমাগম ঘটিয়ে বিয়ের আয়োজন করা হয়েছিল।

খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে জনসমাগম সরিয়ে দেন এবং কনের পিতা আমিনুল ইসলাম কাইয়ুমকে ১০ হাজার টাকা জরিমানা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর