কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ৩১ জুলাই ২০২১, শনিবার, ৬:৩৬ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ জেলা কারাগারে ধন মিয়া (৪৮) নামে এক হাজতি মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় কারাগার থেকে শনিবার (৩১ জুলাই) বিকাল ৩টা ২৭মিনিটে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া হাজতি ধন মিয়া জেলার ভৈরব উপজেলার কৃষনগর গ্রামের জাহের মিয়ার ছেলে। তার হাজতি নং ১৮৬৪/২১।

ভৈরব থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি হিসেবে গত ১৩ মার্চ থেকে তিনি কারাগারে অন্তরীণ ছিলেন।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, হাজতি ধন মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (৩১ জুলাই) বিকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বিকাল ৩টা ২৭মিনিটে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজতি ধন মিয়ার মৃত্যুর বিষয়টি পরিবারের লোকজনদের জানানো হয়েছে বলেও জেল সুপার মো. বজলুর রশীদ জানিয়েছেন।

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপপরিচালক (তত্ত্বাবধায়ক) ডা. মো. হেলাল উদ্দিন জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ধন মিয়া নামের ওই হাজতিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

রোববার (১ আগস্ট) সকালে জেনারেল হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত করা হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর