কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনবাসীকে সেবা দিয়ে করোনায় আক্রান্ত ইউএনও

 বিজয় কর রতন, মিঠামইন | ১ আগস্ট ২০২১, রবিবার, ৬:৪৮ | মিঠামইন 


কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (১ আগস্ট) বিকালে ইউএনও প্রভাংশু সোম মহান নিজেই কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েক দিন ধরে হালকা জ্বর অনুভব করছিলেন। করোনা উপসর্গ থাকায় তিনি নমুনা দেন এবং রিপোর্ট কোভিড-১৯ পজেটিভ আসে।

বর্তমানে তিনি নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন এবং তিনি ভালো রয়েছেন।

এ বিষয়ে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কর্মকপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল সাফি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার শারীরিক অবস্থা ভাল রয়েছে। তাঁর হালকা জ্বর আছে।

তাঁকে আপাতত বাসায় আইসোলেশনে থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ তাঁর সর্বক্ষণিক খোঁজখবর রাখছে।

সম্প্রতিক সময়ে মিঠামইনের ইউএনও প্রভাংশু সোম মহান মোবাইল কোর্ট পরিচালনা, প্রশাসনিক কাজকর্ম ও এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে খুবই ব্যস্ত ছিলেন। এসব কারণে তাঁকে সারা উপজেলায় ছোটাছুটি করতে হয়েছে।

এভাবে ঝুঁকি নিয়ে সরকারি দায়িত্ব পালন করার কারণে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে মিঠামইন উপজেলায় করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ উপজেলায় এখন পর্যন্ত ১ হাজার ৬০ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এর মধ্যে আক্রান্ত হন ১০৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৫ জন। বর্তমানে ২৫ জন আক্রান্ত রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর