কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনায় শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

 বিজয় কর রতন | ৬ আগস্ট ২০২১, শুক্রবার, ১২:১৭ | ইটনা  


কিশোরগঞ্জ জেলার ইটনায় করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ বিদ্যাপীট প্রাঙ্গণে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসহায় কর্মহীন শ্রমিকদের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। এসবের মধ্যে ছিল ১ লিটার সয়াবিন, ১ কেজি পেয়াজ, ১  কেজি লবন ও ১ কেজি ডাল।

শতাধিক শ্রমিককে প্রাথমিকভাবে এসব উপহার সামগ্রী তুলে দেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার।

এতে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা থানার ওসি মো. মুর্শেদ জামান বিপিএম এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর