কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ক্যান্সারে আক্রান্ত নাঈম বাঁচতে চায়

 পাকুন্দিয়া সংবাদদাতা | ১১ আগস্ট ২০২১, বুধবার, ৪:৪৯ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদী গ্রামের বর্গাচাষী মাইজ উদ্দিন মজলুর ছেলে মো. নাঈম। পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে সে এসএসসি পাশ করে। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটে কম্পিউটার টেকনোলজিতে চতুর্থ বর্ষে অধ্যয়রত রয়েছে।

কিন্তু সম্প্রতি তার শরীরের রক্তকণিকায় ধরা পড়েছে ক্যান্সারের জীবানু। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ায় নাঈমের জীবন নিয়ে শঙ্কায় রয়েছে তার পরিবার।

সন্তানকে বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন বাবা মাইজ উদ্দিন মজলু ও মা রওশন আরা।

মা রওশন আরা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনে এফডব্লিউএ পদে চাকুরি করেন। একমাত্র বড় বোন সাদিয়া মাস্টার্স শেষ করে চাকুরির জন্য চেষ্টা করছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসে হঠাৎ নাঈম অসুস্থ হলে উপজেলা ও জেলা পর্যায়ে চিকিৎসা করানো হয়।

রোগ নিশ্চিত না হওয়ায় নাঈমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা জানান, নাঈম ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে।

চিকিৎসক বলেছেন, তাকে সুস্থ্য করতে হলে ভারতে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে। এতে প্রায় ৫০ লাখ টাকা খরচ হবে।

নাঈমের মা রওশন আরা বলেন, আমি ছোট একটি চাকুরি করি। ছেলে নাঈম ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ায় আমি মানসিক ভাবে খুবই ভেঙ্গে পড়েছি।

সমাজের হৃদয়বান এবং বিত্তশালী মানুষের সহযোগিতা ছাড়া আমার ছেলের চিকিৎসা করানো একেবারেই অসম্ভব।

মা রওশন আরা ছেলে নাঈমের চিকিৎসায় সহযোগিতা করার জন্য তিনি সমাজের হৃদয়বান ও বিত্তশালী মানুষের কাছে আকুতি জানিয়েছেন।

নাঈমের জন্য সরাসরি সহায়তা পাঠাতে বিকাশ (পার্সোনাল): ০১৭৭৭০৬০৬৫৬।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর