কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনায় নেতাকর্মীদের স্বেচ্ছা অনুদানে হচ্ছে নান্দনিক আওয়ামী লীগ অফিস ভবন

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ১৭ আগস্ট ২০২১, মঙ্গলবার, ৬:৪৭ | রাজনীতি 


কিশোরগঞ্জের ইটনায় নেতাকর্মীদের স্বেচ্ছা অনুদানে এক কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নান্দনিক মডেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। তিনতলা ভবনে অফিস কক্ষ, মিলনায়তন ও বিশ্রামাগারসহ আধুনিক সব ধরণের সুযোগ-সুবিধা থাকবে।

অফিসের সম্মুখভাগে স্থাপন করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি।

মঙ্গলবার (১৭ আগস্ট) ইটনা উপজেলা আওয়ামী লীগের নান্দনিক মডেলের এ ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

দুপুরে ইটনা সদর বাজারে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় সংসদ সদস্যের সহধর্মিণী জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শামছুন নাহার নেলী, প্রবীণ রাজনীতিক উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৈয়দ বক্স মিয়া, ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. খলিলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, যুগ্মসাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক সমীর কুমার বৈঞ্চব এবং ইটনা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক নান্দনিক আদলে ইটনা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের বহুতল ভবন নির্মাণ কাজ শুরু হওয়ার বিষয়টিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগের প্রাণভোমরা হচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। তারা নিজেরা স্বেচ্ছায় অনুদানের মাধ্যমে দলীয় কার্যালয়কে নান্দনিকভাবে তৈরি করছেন। এটি নিঃসন্দেহে সারাদেশের জন্য মডেল হবে বলে আমি বিশ্বাস করি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর