কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে অপরাধ দমনে সহযোগিতা চাইলেন ওসি মুর্শেদ জামান

 স্টাফ রিপোর্টার | ২০ আগস্ট ২০২১, শুক্রবার, ৬:৫২ | অষ্টগ্রাম 


মাদক, জুয়া, জঙ্গি-সন্ত্রাস ও ইভটিজিংরোধে সকল শ্রেণিপেশার লোকজনের দোয়া ও সহযোগিতা চেয়েছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার নবাগত ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম। অষ্টগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার (২০ আগস্ট) জুমআর নামাজের সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে তিনি এ সহযোগিতা চান।

এ সময় ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম বলেন, বুধবার (১৮ আগস্ট) তিনি অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে অষ্টগ্রাম থানার দায়িত্ব পেয়েছেন।

থানার দরজা সবার জন্য খোলা থাকবে মন্তব্য করে ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম তথ্য দিয়ে অপরাধ দমনে সহযোগিতা প্রত্যাশা করেন।

সংশ্লিষ্ট সবার সহযোগিতায় তিনি তার ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করতে চান এই অভিপ্রায় ব্যক্ত করে পুলিশের এই কর্মকর্তা বলেন, মাদক, জুয়া, সন্ত্রাস ও ইভটিজিং নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। যদি সকল স্তরের মানুষ পুলিশকে সহযোগিতা করে, তাহলে অবশ্যই একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব।

এ জন্যে সবাই আন্তরিকভাবে তাকে সহযোগিতা করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম বলেন, থানায় সেবা নিতে কোন টাকা-পয়সা লাগে না।

এছাড়া তিনি করোনাভাইরাস সংক্রমণ রোধ এবং ডেঙ্গু জ্বর সম্পর্কে মুসল্লিদের মাঝে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

তিনি করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন এবং অবশ্যই মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

পাশাপাশি ডেঙ্গু জ্বরের হাত থেকে রক্ষা পেতে এডিস মশা যেন বংশবিস্তার করতে না পারে সেজন্য বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তাগিদ দেন এবং যেসব স্থানে পানি জমে থাকে সেসব স্থান পরিষ্কার রাখার আহ্বান জানান।

এছাড়া তিনি অষ্টগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনেও সবার সহযোগিতা কামনা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর