কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বিশিষ্ট শিক্ষানুরাগী সিদ্দিক ভূঞার ইন্তেকাল

 স্টাফ রিপোর্টার | ২৫ আগস্ট ২০২১, বুধবার, ৬:২৭ | তাড়াইল  


বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তক পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের প্রয়াত চেয়ারম্যান প্রথিতযশা ব্যাংকার কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কৃতী সন্তান এম. আযীযুল হক এঁর বড় ভাই বিশিষ্ট শিক্ষানুরাগী মো. সিরাজুল হক ভূঞা সিদ্দিক ভুঞা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রাজধানীর শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসার পর মঙ্গলবার (২৪ আগস্ট) বিকাল ৪টা ২৫মিনিটে ঢাকাস্থ উত্তরায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, পাঁচ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁদের নিজ বাড়ির আঙিনায় প্রতিষ্ঠিত উপজেলার ধলা বহুমূখী আলিম মাদ্রাসা প্রতিষ্ঠায় মরহুমের ভূমিকা ছিল অন্যতম।

বুধবার (২৫ আগস্ট) বেলা ৩টার দিকে তাড়াইল উপজেলার ধলা বহুমূখী আলিম মাদরাসার মাঠে মো. সিরাজুল হক ভূঞা সিদ্দিক ভুঞা এঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা পরিচালনা করেন স্থানীয় হাফিজিয়া মাদরাসার মোহতামিম মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন।

জানাজা শুরুর আগে এম. আযীযুল হকের বড় ছেলে মেজর (অব.) মো. রেজাউল হক ও মো. সিরাজুল হক ভূঞা সিদ্দিক ভুঞা এঁর ছেলে ব্যাংকার মো. আমিনুল হক শাহীন তাঁদের পরিবারে পক্ষে মরহুমের রুহের মাগফিরাতের জন্য উপস্থিত সবার কাছে দোয়া কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

মো. সিরাজুল হক ভূঞা সিদ্দিক ভুঞার মৃত্যুতে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. মুজিবুর হক চুন্নু, তাড়াইল উপজেলা পরিষদের চেযারম্যান মো. জহিরুল ইসলাম ভূঞা শাহীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক ভূঞা মোতাহার, ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মবিন, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক খান, বাংলাদেশ প্রেসক্লাব তাড়াইল উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম বাবুল প্রমুখ শোক প্রকাশ করেছেন।

সেই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন জানাজায় উপস্থিত মুসল্লিগণ।

বিপুল খ্যাতির অধিকারী শিক্ষানুরাগী মো. সিরাজুল হক ভূঞা সিদ্দিক ভুঞা তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের ধলা গ্রামের ঐতিহ্যবাহী ভূঁইয়া বাড়িতে জন্মগ্রহণ করেন।

তাঁর শেষ ইচ্ছা অনুযায়ি মাদরাসা ও মসজিদের পাশেই পারিবারিক গোরস্থানে বাবা-মা ও ভাইয়ের পাশেই কামেনী ফুলগাছের ছায়াতলে তাঁকে দাফন করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর