কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় মৎস্য খাতের সাফল্য বিষয়ে মতবিনিময়

 পাকুন্দিয়া সংবাদদাতা | ২৮ আগস্ট ২০২১, শনিবার, ২:৪৪ | পাকুন্দিয়া  


‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাংবাদিকদের সাথে ‘মৎস্য খাতের সাফল্য’ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে দপ্তর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাওসার মিয়া।

তিনি জানান, এবার শনিবার (২৮ আগস্ট) থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

এবছর কোভিড-১৯ পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, পোনামাছ অবমুক্তকরণ, মৎস্যখাতে সরকারের অগ্রগতি তুলে ধরে মতবিনিময, প্রামাণ্যচিত্র প্রদর্শন, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, চাষী ও উপকারভোগিদের মধ্যে মৎস্য চাষের উপকরণ বিতরণ ইত্যাদি।

সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাওসার মিয়া বলেন, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। মাছ উৎপাদনে বিশে^ বাংলদেশের অবস্থান দ্বিতীয় আর ইলিশ উৎপাদনে প্রথম। গ্রামীণ জনগোষ্ঠির আমিষের ৬০% যোগান দেয় মাছ।

সভায় উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. শফিকুল ইসলাম সহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর