কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে গোয়াল ঘর পুড়ে ছাই

 হাবিবুর রহমান বিপ্লব, করিমগঞ্জ | ২ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার, ১১:২৭ | করিমগঞ্জ  


কিশোরগঞ্জের করিমগঞ্জে মশার কয়েল থেকে লাগা আগুনে একটি গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া পার্শ্ববর্তী একটি ঘর আংশিক পুড়ে গেছে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের ঢালারপাড় গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঢালারপার গ্রামের মুসলিম মিস্ত্রির গোয়াল ঘরে আগুন লাগলে স্থানীয়রা এগিয়ে যায় ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এর আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং গোয়াল ঘরটি সম্পূর্ণ ও পাশের একটি ঘরের অর্ধেক পুড়ে ছাই হয়ে যায়।

করিমগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট যথাসময়ে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, মশার কয়েলের আগুন থেকে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, আনুমানিক দুই লক্ষাধিক টাকার সমপরিমাণ অর্থিক ক্ষতি হয়েছে শ্রমজীবী মুসলিম মিস্ত্রির।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর