কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে পাসপোর্ট অফিসের এক দালালের কারাদণ্ড ও দুই দালালের জরিমানা

 স্টাফ রিপোর্টার | ৫ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ৭:৪৯ | অপরাধ 


দেশব্যাপী র‌্যাবের দালাল বিরোধী অভিযানের অংশ হিসেবে কিশোরগঞ্জে মো. বোরহান উদ্দিন (৩২), লোকমান হাকিম (২৬) ও সাদ্দাম হোসেন (২৭) নামে পাসপোর্ট অফিসের তিন দালালকে আটকের পর জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

তাদের মধ্যে মো. বোরহান উদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং লোকমান হাকিম ও সাদ্দাম হোসেন এই দুজনের প্রত্যেককে ৫শ’ টাকা করে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের এ অভিযানে জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা ও সাজা প্রদান করেন।

কারাদণ্ডে দণ্ডিত মো. বোরহান উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে।

অন্যদিকে অর্থদণ্ডে দণ্ডিত লোকমান হাকিম ও সাদ্দাম হোসেন সম্পর্কে সহোদর ভাই। তারা কাটাবাড়িয়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, একটি দালাল চক্র কিশোরগঞ্জ জেলা পাসপোর্ট অফিস এলাকায় দালালীর মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে অতিরিক্ত অর্থ আদায় করে নিচ্ছে।

এ তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত দালাল চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

এ প্রেক্ষিতে রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম সেখানে অভিযান পরিচালনা করে তিন দালালকে আটক করে এবং জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা ও সাজা প্রদান করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর