কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বৈদ্যুতিক বাল্বের বিস্ফোরণে লাগা আগুনে পুড়লো সাত দোকান

 স্টাফ রিপোর্টার | ৬ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ৩:০৫ | ইটনা  


ছবি: ফেসবুক থেকে নেয়া।

কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের পুরাতন বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল পৌনে ৮টার দিকে ইটনা পুরাতন বাজারের আদনান মিয়ার লেপ-তোষক তৈরির দোকানে বৈদ্যুতিক বাল্বের বিস্ফোরণ হয়ে তুলায় পড়ে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহ লেলিহান শিখা দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করেন।

খবর পেয়ে ইটনা থানা পুলিশ ও মিঠামইন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

দুই ঘন্টার চেষ্টায় সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে এর আগেই আদনান মিয়ার লেপ-তোষক তৈরির দোকান ছাড়াও বাজারের মিল্টনের লাইব্রেরি, আরশ আলীর চালের দোকান, ফাইরুলের মুদি দোকান, নিখিল কর্মকারের স্বর্ণের দোকান এবং আরশ আলীর স্বর্ণের দোকানসহ অন্তত ৭টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।

এছাড়া আশপাশের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইউএনও নাফিসা আক্তার এবং ইটনা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর