কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় চোরাই ব্যাটারিসহ চোর চক্রের তিন সদস্য আটক

 স্টাফ রিপোর্টার | ৮ সেপ্টেম্বর ২০২১, বুধবার, ১১:১৬ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার চোরাই ব্যটারিসহ হারুন (২১), মোহাম্মদ আলী (২১) ও মো. রফিকুল ইসলাম রফিক (৩৭) নামে চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ব্যাপারে মামলা দায়েরের পর বুধবার (৮ সেপ্টেম্বর) তাদেরকে কিশোরগঞ্জের আদালতে চালান দেয়া হয়েছে।

চোর চক্রের তিন সদস্যের মধ্যে হারুন পাকুন্দিয়া উপজেলার আদিত্যপাশা গ্রামের আব্দুর রাশিদের ছেলে, মোহাম্মদ আলী একই গ্রামের আব্দুল হাই এর ছেলে এবং মো. রফিকুল ইসলাম রফিক এ গ্রামেরই রুকুন উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে পাকুন্দিয়া থানার এসআই মোহা. মিজানুর রহমান উপজেলার মঠখোলা নতুন বাজার থেকে অটোরিকশার চোরাই একটি হ্যামকো ব্যাটারিসহ হারুনকে আটক করেন।

তখন হারুন জানায়, ব্যাটারিটি সে মোহাম্মদ আলী ও রফিকুল ইসলাম রফিকের কাছ থেকে ক্রয় করেছে।

হারুনের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সকাল সোয়া ১০টার দিকে আদিত্যপাশা গ্রামে অভিযান পরিচালনা করে নিজ নিজ বাড়ি থেকে মোহাম্মদ আলী ও রফিকুল ইসলাম রফিকে আটক করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা চোর চক্রের অন্য সদস্যদের সহায়তায় ব্যাটারিটি চুরি করে বলে স্বীকার করে।

পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ চোর দলের সক্রিয় সদস্য। তারা পাকুন্দিয়া থানা এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় চুরি করে আসছে।

গ্রেপ্তারের পর তাদেরকে বুধবার (৮ সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর