কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় চার লাখ টাকার জালে আগুন

 পাকুন্দিয়া সংবাদদাতা | ২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ৬:০২ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রায় চার লাখ টাকা মূল্যের মাছ ধরার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করার পর পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মির্জাপুর ও মুনিয়ারিকান্দা এলাকার ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও রোজলিন শহীদ চৌধুরী।

মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জব্দ করা জালের দৈর্ঘ্য প্রায় ২০ হাজার মিটার এবং আনুমানিক মূল্য চার লাখ টাকা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাওসার মিয়া ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সহযোগিতা করেন।

এ ব্যাপারে ইউএনও রোজলিন শহীদ চৌধুরী জানান, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর